আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সম্মানিত অভিভাবক! বর্তমান সময়ে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মহাসঙ্কটাপন্ন অবস্থায় প্রতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকায় ছাত্র/ছাত্রীদের পড়ালেখা ও আমল আখলাক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এদিকে আরবি শিক্ষাবর্ষ শেষের দিকে এবং বার্ষিক পরীক্ষা অতি সন্নিকটে। এমতাবস্থায় পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাআল্লাহ মাদরাসা খোলার পরে স্বল্প সময়ের মধ্যে পরীক্ষার কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। বিগত বছরের মতো পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতির জন্য ব্যাপক সময় পাওয়া যাবেনা। সুতরাং এখন থেকেই ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণের জন্য সকল শিক্ষার্থীদেরকে নির্দেশনা প্রদান করা হলো। অভিভাবকের প্রতি অনুরোধ, আপনারা সন্তানের ভবিষ্যতের প্রতি লক্ষ করে পড়াশোনার তত্ত্বাধান করুন। আল্লাহ আমাদেরকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন। আমিন। মাআসসালাম পরিচালক মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসা